Tuesday, March 5, 2019

বৃষ্টি এলো


বৃষ্টি এলো
.............. ঋষি
==============================================
শব্দরা সব যেন সারি দেওয়া পিঁপড়ে
মস্তিষ্কের নিউরনে অসংখ্য আসা যাওয়া।
অপ্রিয় সত্য
নিজের বুকে ছুরি মারার মতো কিছু আংশিক।
তবু আকাশে সারি দেওয়া মেঘ
এখন বৃষ্টি আমার শহরে।
.
সাদা পাতায় পায়ের ছাপ
কেমন যেন ধূসর হতে থাকা আলো এই সময়।
বৃষ্টি এলো
জানলার ধারে লেখার ডেস্কটপে পুরোনো ডাইরির তুই।
সময়ের মতো শব্দ বদলাচ্ছে
বিদ্রোহ কিংবা আদরের আদলে জীবনের ভূমিকা।
আজকাল বুঝে উঠতে পারি না
কেন লিখি ?
কি লিখি ?
শুধু সাদা পাতায় সারি দেওয়া পিঁপড়েরা ইচ্ছে লেখে
অসময়ের বাঁচার।
.
শব্দরা জব্দ হলে মুখবন্ধ ,মনখারাপ
মস্তিষ্কে জমে থাকা অসংখ্য চিরন্তন পায়ের ছাপ।
অপ্রিয় সত্য
সারা আকাশ জুড়ে চাপা মেঘ ,সারি দেওয়া ভাবনা।
এখন বৃষ্টি আমার শহরে
হয়তো পিঁপড়েরা ঘর গোছাতে ব্যস্ত।  

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...