Friday, March 29, 2019

রাজদ্বীপ তোর সাথে


রাজদ্বীপ  তোর সাথে
............... ঋষি
=====================================
মৃতদেহটা শুয়ে নিথর ,স্থির
অনুভূতি বলছে সে কারো সন্তান ,কারো পিতা।
বড় বেশি ড্রামাটিক পৃথিবীর আলো ,
গঙ্গায় বোধহয় এখন ভাঁটা ,।
শুরুর কথাগুলো নাইবা বললাম, আমার শৈশব
আজ পুড়ছে বন্ধুদের সাথে ,তোর সাথে  ।
.
সময় বলছি
স্মৃতির পাতা খুলে খোকা ভোলানো  পাড়া জোড়ানো
ক্রিকেট ব্যাট ,তোর উগ্র মেজাজ।
কলেজের প্রেম ,অদলবদল সিগারেট ,প্রথম যৌবন
সব শেষ বল ,সব শেষ।
কি দরকার ছিল  আগুনে হাত দেবার
কি দরকার ছিল রাজদ্বীপ আমাদের  ছেড়ে যাওয়ার।
অনেক কিছু করার বাকি ছিল
আরও অনেক কিছু মুহূর্ত সেলাই করার ছিল।
সব শেষ
তোর শৈশব কাঁদছে ,কাঁদছে পরিবার ,আর বন্ধু।
তোর মুখে আগুন
তোর পাঁচ বছরের ছেলে ,তোর বাবা আর তোর পৃথিবী।
.
আর কিছু মুহূর্ত
ফার্নেসে শুয়ে একটা বডি  যেটা জীবিত ছিল গতকাল।
বড় বেশি ড্রামাটিক পৃথিবীর আলো ,
নিয়ম করে সন্ধ্যে নেমে আসছে ,শহরের চিৎকার ,সব ঠিকঠাক।
শুধু এই টুকু সত্যি ,তুই আর নেই
আমাদের ফোটোফ্রেমগুলো আজও হাসছে তোর সাথে  ।



No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...