Wednesday, March 13, 2019

মন্দবাসা (২)


মন্দবাসা (২)

............... ঋষি

===================================================

আজ ২২ বছর ধরে আগুন কি তা জানি

বিবাহ, প্রেম সব মিথ্যে হয়ে যায়

আর ভালোবাসা সেই শব্দের মানে বুঝতে মন চায় না।

অদ্ভুত না শিহরণ

ঝড় ওঠে ,মেঘ করে ,চোখের কোনের কালিরা খবর রাখে না

ঠিক কতটা বেঁচে।

.

জীবন থেকে মৃত্যুর দূরত্ব মাপতে বসি

কিলোমিটার পেরিয়ে সেই ক্লান্তি লেগে থাকে আমার শহরে।

জানি তুমি ব্যস্ত মানুষ

তোমার সময়ের সমুদ্রে বাস অথচ সময় নেই  আমার জন্য।

সহস্র বছর পরে তোমার তুমিটাকে একবার প্রশ্ন করো

কে আমি ?

দেখবে অদূরে দাঁড়িয়ে একটা ক্লান্ত মেয়ে

যে শুধু হাসতে চায় ,হয়তো ভালোবাসতে চায় পৃথিবীটা।

কিন্তু সেদিন তুমি অবাক হবে

দেখবে সেই মেয়েটা গাছ হয়ে গেছে ,শুকনো গাছ।

তার আর  অভিমান হয় না ,আর সে লুকিয়ে কাঁদে না

শুধু মাঝে মাঝে বসন্তের হওয়াতে তার ভালোবাসতে ইচ্ছে হয়

সে তার ভালোবাসার নাম দিয়েছে একটা

মন্দবাসা।

.

আজ ২২ বছর ,সংখ্যা নিরিখে অনেকগুলো দিন

সম্পর্কের মানেগুলো ভীষণ মিথ্যে আজকাল

আর ভালোবাসা কেন জানি স্বপ্নে ভীষণ রঙিন লাগে।

অদ্ভুত কি জানো

বছর ঘুরবে ,সময় কাটবে ,অনেককিছু বদলাবে

কিন্তু বদলাবে না এই সম্পর্কের মানে।


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...