Wednesday, March 27, 2019

আগুনের খোঁজ

আগুনের খোঁজ
..... ঋষি
=======================================
তোমার প্রজাপতির ডানা হবো
কখনো চাইনি কিংবা বলিনি চলন্তিকা তোমাকে।
শুধু বলেছি আমার আগুনের খোঁজ
আগুন খুঁজেছি ,আগুনে হেঁটেছি শত সহস্র বছর ,
শুধু তোমাকে ছুঁয়ে তোমার মাঝে আগুন খুঁজেছি।
.
তোমার আকাশি রং
কালচে কাজলে লুকোনো ক্লান্তির চোখ ,
আমি খুশি চলন্তিকা
মানুষ আকাশ খুঁজতে গিয়ে দুঃখে গুমরে মরে ,কিন্তু আমি
আগুন খুঁজেছি তোমার বুকে।
পলাশের রং ,একমুঠো বুক তোমার কাছে আলগা করে
আমার কপাল বেয়ে গড়িয়ে নামা ঘাম
তোমার উড়তে থাকা চুল ,তোমার পারফিউমের গন্ধ।
কোনো কাব্যিকতা নয়
শুধু সময় ছুঁয়ে নিজে পোড়াবার শোক ,
কোনো সামাজিকতা নয়
শুধু হৃদয় ছুঁয়ে তোমার বুকের জ্বরে পোড়বার রোগ।
.
তোমার ইচ্ছের আকাশ হবো
কখনো বলিনি ,শুধু আকাশের গায়ে তোমার স্পর্শটুকু।
শুধু আগুনের খোঁজ এই বুকে
শুধু পুড়ে যাওয়ার লোভ দুচোখে ,তোমার ঠোঁটে মুখে
তাই শুধু পুড়ে চলেছি তোমাকে ছুঁয়ে চলন্তিকা।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...