Thursday, March 14, 2019

ফটোফ্রেম


ফটোফ্রেম 
....... ঋষি
-----------------------------------------------------------------------------------------------------
মুহূর্তগুলো জমে আছে
অতিকায় এই সময় কিঁছুতেই ছেঁড়া যায় না।
ফেরা যায় না
ঘরের দেওয়ালে টাঙানো তোমার ,আমার আর বাবুর ফোটোফ্রেমটায়।
কি হলো এই সব চলন্তিকা
তোমার হাসপাতালের শেষ দেখা মুখটা ,ভোলা যায় না।
.
অপেক্ষায় আছি
দেখো বাবু আজ ক্লাস ওয়ানে ভর্তি হয়ে স্কুলে গেলো।
তোমার পিঙ্ক শাড়িটা আজও তোমার আলমারিতে
শুধু অপেক্ষায় আছে।
আজকাল অফিসফেরত সেই  আনমনে তোমাকে দেখি
সেই বাস্ট্যান্ডটায় ,সেই তেলেভাজার দোকানের পাশে।
তুমি হাসছো
অতিকায় সময় তুমি হৃদয়ের আঁচড় কেটে চলো
তোমার ছেড়ে যাওয়া টিপ্ ,তোমার চিরুনি ,তোমার সিঁদুর কৌটো।
ফিরে এসো চলন্তিকা
দেখো দুপুরের রৌদ্রে ঠিক ঠিকানা খুঁজে পাবে
আর আমি দাঁড়িয়ে সেই অপেক্ষায় বিকেলের চৌরাস্তায়।
.
মুহূর্তগুলো জমে আছে
অতিকায় এই জীবন কিভাবে কাটাবো চলন্তিকা।
তোমার ছেড়ে যাওয়া স্পর্শদের
ঘরের প্রতিটা কোন জমে থাকা স্মৃতি ,বাবু ,আমি আর তুমি।
কি করবো চলন্তিকা তোমায় ছাড়া
তোমার হাসপাতালে শেষ মুখটা ,কিছুতেই ভোলা যায় না। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...