Wednesday, November 2, 2022

জীবনের গল্প

 জীবনের গল্প 

,,,, ঋষি 


বহুদিন মানুষের দরজায় দাঁড়ায় নি 

দরজা খুলে দেখেছি  কিছু মৃত অনুভূতির মুখ 

কিংবা সেই মুখটা যাকে জানলা খুলে অন্ধকার রাতে দেখা যায় ,

সম্পর্কের চাদরে মোরা মানুষগুলো শীতকাল খুব আরামে কাটে 

কিন্তু গ্রীষ্মের প্রখর রোদে সকলকেই বাথরুমে শাওয়ারের তলায় দাঁড়াত হয় 

ভিজে যাওয়া শরীর কিংবা চোখ দুজনের মধ্যে নিয়মিত সমাজ লুকোতে হয়। 

.

আমি আগুন খুলে দেখিনি 

তবু সমাজের সতীত্বের প্রশ্নে বারংবার গিয়ে দাঁড়াই সময়ের মুখোমুখি 

আগুনে পুড়ে যাওয়া নারী যোনি এই সমাজের কাছে হীন 

কিন্তু বিলীনতার প্রশ্নে বারংবার দেখি 

নারী কিংবা পুরুষ কেউই সত্যি সতী নয় নিজের আয়নায় 

সকলেরই নিজেদের পর্দায় ধরা আছে ছায়াপথ। 

.

আমি সময়ের আগুনে পুড়ে জীবনকে দেখি কামারের অগ্নিকুন্ডে 

আসলে জীবন হলো সৃষ্টির আদিপুরুষ 

সমস্ত জ্ঞানের ভান্ডার ,

জীবনের অধিক কোনো প্রশ্ন মানুষের কাছে থাকে না 

মানুষগুলো জীবন কাটাতে সেই প্রশ্নের উত্তর খোঁজে। 

অজস্র ইতিহাস ঘেঁটে উঠে আসা সকল সৃষ্টি রহস্যের কারণ 

সেই নারী কিংবা পুরুষ 

শুধুমাত্র ধারক মাত্র ,

আসল সৃষ্টিকর্তা ঈশ্বরের নাম চিরকাল জীবন 

যে শুধু আবর্তনে আর প্রবর্তনে ব্যস্ত। 

আমরাই  তো শুধু কাল্পনিক 

আসলে বাস্তব হলো মানুষের জীবনের গল্পগুলো 

এক একটা শিক্ষা পৃথিবীর দরজায়,

সকলে দরজা ভেজিয়ে রাখতে চাইলেও 

হঠাৎ ঝড়ের দাপটে দরজার পাল্লাটা খুলেই যায়, 

কিন্তু জানলা দিয়ে স্বপ্ন দেখা গেলেও 

জীবন দেখা যায় না।  


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...