Tuesday, November 8, 2022

অবৈধ

 অবৈধ 

... ঋষি 


কি লিখবো ভাবছি 

লিখবো ঠোঁট ,লিখবি চোষাচোষি ,লিখবো বয়স তো মন্দ হলো না 

তবু কি লিখতে পারছি 

মানুষগুলো হা হুজুর করে দিন কাটাচ্ছে 

আর পাশের ঘরে ঈশ্বর হুইল চেয়ারে প্রথিবী ঘোরাচ্ছে 

তার পায়ের জুতোর রঙে মানুষের চামড়া। 

.

ঈশ্বর কোথায় থাকেন 

না হে মানুষের সিলেবাসে লেখা ছিল না কোনোদিন 

মানুষ নিজের মতো করে ঈশ্বর চটকেছে ,বানিয়েছে নিজেকে ঈশ্বর 

আমি বলি আকাশের রং কি 

আকাশের গায়ে নীলচে রঙের সম্মোহন 

মানুষ আকাশের দিয়ে তাকিয়ে তাই বোধহয় আজকাল বিপ্লব খোঁজে। 

.

বিপ্লব বলে ছেলেটার সাথে দেখা হয়েছিল সেদিন 

তার মায়ের শরীরটা ভালো না ,

অনেক জায়গাতে ইন্টারভিউ দিয়ে সে বুঝেছিল তার চাকরি হবে না 

তাই এবার মানুষ খুন করতে হবে 

মানুষ বাঁচাতে। 

স্বর্গটা কোথায়  জানিনা, নরকের বাজারে দোকানে প্রচুর ধার বাকি 

সব কথা খুলে বলতে নেই 

সব বোতাম খুলে দিলেই তুমি নগ্ন 

কোনখানে সত্য আছে আর কোথায় নেই 

না মানুষের সিলেবাসে লেখা নেই ,

সেদিন এক ইংরাজী মুভিতে থেকে নরকের দরজা খুলে গেছে 

সেখানে চাঁদের মেয়ে দাঁড়িয়ে আছে 

অথচ পরিচয়হীন তার গর্ভে চাঁদের অবৈধতা। 


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...