Thursday, November 3, 2022

জনতা

কষ্টগুলো মেরে ফেলার জন্য একটা রহস্য দরকার হয়
প্রাক্তন দড়ির উপর দাঁড়িয়ে ন্যেকা কান্না
স্তম্ভিত হিসেবের আগলের ভিতর মোমবাতি জ্বলে,
জল্লাদ তার শেষ আকুতিতে জীবিকা খোঁজে
জীবিকা হলো জীবন 
কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে সকলেই জনতা।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...