Friday, September 20, 2024

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন 
তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত 
চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল 
তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,
ধর্ষন, খুন, রাহাজানি, ডাকাতি,জালিয়াতি,মিথ্যে
কি হচ্ছে এসব ? 
পৃথিবীতে কি তবে শ্বাস নেবার জায়গা কমে যাচ্ছে? 
নাকি মানুষ ভুলেছে মানুষ শব্দের মানে? 
.
জি হুজুরি একটা সাম্রাজ্য
সাদা জামা,শাড়ি পরে ইদানীং সক্কলে হোয়াইটকলার
একের পর এক চক্রান্ত,মানুষের লোভ,
ছাগলের দড়িতে মানুষ বেঁধে মাংস বিক্রি চলছে, 
আর রাষ্ট্র দোকান চালাচ্ছে, চালাচ্ছে জনতা সেবা
যেখানে নারী শরীর মানে সোনাগাছি
যেখানে বরফের মৃতদেহ মানে রমরমা ব্লুফিল্ম
যেখানে সত্যি মানে প্রমাণ লোপাট
আর রাজনিতী হচ্ছে একটা চক্রান্ত কিংবা বাজার
যেখানে বছর ঘোরে রং বদলায় মুখোশের। 
.
কি হচ্ছে এসব ? 
পরীক্ষায় না পাশ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার 
বেরোজগারির নষ্ট মাদকে ডুবে আমাদের প্রজন্ম
সাধারণ মানুষ ক্রমাগত আরও বেশি সাধারণ 
শিক্ষা, স্বাস্থ্য , মানবিকতা, সত্যি সব বিক্রি হচ্ছে
বিক্রি হচ্ছে মানবিকতা,
কি হচ্ছে এসব ? 
সব্জির বাজারে আগুন,পেট্রলের দাম যেন সোনা
সাধারণ মানুষের নাভিশ্বাসে দিনযাপন, 
ট্যক্স,তোলাবাজী,জোরজুলুমে উৎসবের চাঁদা
মানুষের মেরুদন্ডের সন্মানটুকুও লুঠ হয়ে যাচ্ছে 
সকলেই ভাবছে আচ্ছা দিন আয়েগা
সকলেই ভাবছে আজকের দিনটা তো কাটলো
প্রতিটা অন্যায়কে সকলেই ভাবছে এই শেষবার
কিন্তু পালটাচ্ছে কি?  বদলাচ্ছে কি? 
তবে কি এভাবেই চলবে? 
কাল তো আগামীর সন্তানেরা আর মানুষ জন্ম নেবে না
জন্মাবে রাষ্ট্রের পুতুল কিংবা ছাগল হয়ে। 
.
কি হচ্ছে এসব? 
....ঋষি
...  



কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...