Tuesday, March 6, 2018

মন খারাপের গল্প

মন খারাপের গল্প
.........ঋষি
........................................................................
ঘুমন্ত শহরের বুকে আলো নিভে যাচ্ছে
অন্য আমি ...।
নিজস্ব আয়নায় আজকাল পাচ্ছি না খুঁজে কোন অনুরণন
চলন্তিকা মন খারাপ।
চেনা প্রহরের দিকে, কয়েকশো চেনা ক্যানভাসে ঢুকে যাচ্ছে অন্ধকার রাত
যেখানে সব রঙের উর্ধে, শুধু ডুবে থাকা স্বপ্নে।

চলন্তিকা বালিকা বেলা
সামনে সকালে সুরজকা সাতমা ঘোড়া,নতুন জীবন।
আজকাল কবিতারা কথা হয়ে গেছে
আজকাল কথারা তোমার শহরে হারিয়ে যাওয়া মুসাফির।
আর আমি মাটির তলায় শুয়ে বুঝতে পারে অনবরত না বলা
বুঝতে পারি সময়ের যোগফলে কিছু আমি শুধু শহরের গল্প।
ঢাল, তলোয়ারহীন নিধিরাম ভেবেছিল কিছু তো আছে বাঁচা
বাকী লুকোনো সব মনখারাপের গল্প।

ঘুমন্ত শহরের বুকে আলোরা আর কিছুক্ষন
অন্য তুমি.....চলন্তিকা।
তোমার আয়নায় চোখের কাজল,ঠোঁটের লিপস্টিক
লুকোনো  কষ্ট, মন খারাপ।
অচেনা প্রহরের দিকে,হাজারো তুবড়ির ফুলকি সাক্ষী
তোমার হাঁপিয়ে ওঠা আমার কাছে অচেনা।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...