Monday, March 5, 2018

ব্যাস্ত শহর

ব্যাস্ত শহর
,,,,  ঋষি
,,,,,,,,,,,,,,,,,,  ,  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,  ,,, 
বিকলাঙ্গ একটা দিন
স্থবির বৃদ্ধের পাথুরে ঘষা যন্ত্রনা।
শেষ আটচল্লিশ ঘন্টায়, পঞ্চাশবার তোকে মনে করার পর
উপনীত উপপাদ্য হাতের মুঠোফোনের ওপাড়ে শোনা ব্যস্ততা।
শহরগুলো ব্যাস্ত হতে হতে
কখন যেন আমার বুকে তোর দাঁতের দাগ।

মন্থনে উঠে আসা বিষ
আমার কবিতায় জন্মোজ প্রতীক্ষা,খুব রিয়ালেস্টিক সুর
যখন নীরবে, দূরে দাঁড়াও এসে,
যাচ্ছেতাই গলার কাছে আটকে গেছে রক্ত,চিৎকার।
চুপ, সামাজিক
তবু শেষ আটচল্লিশ ঘন্টায় পঞ্চাশবার তুই।
উপর থেকে দেখা,দেবতার চোখ কাটতে থাকা সেকেন্ড, মিনিট, ঘন্টা
কিন্তু তারপর দেবতা টিকটিকির মত ডেকে ওঠে।
দেওয়াল বায়,মনের দেওয়ালে অক্সিজেন ফ্লেবার
আর বাইরে আমার হাতে প্রচুর কালি,মুখে রক্ত।

বিকলাঙ্গ একটা দিন
স্থবির বৃদ্ধের খিদের প্রলাপ দেবতার নামে যদি কিছু।
শেষ আটচল্লিশ ঘন্টায় পঞ্চাশবার তোকে মিস করার পর
ভুল উপপাদ্য,শুন্যতে শুন্য,তবু মুঠোফোনে চোখ,অন্তর দাহ্য।
শহরগুলো ব্যাস্ত খুব
কিন্তু তোর কাজল চোখে থেবড়ানো কালি।

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...