Monday, September 26, 2022

তোমাকে চাই



তোমাকে চাই 

... ঋষি 


ঠিক কেমন করে তোমাকে চাই ?

ভাবনার অন্তরে যখন ভাবনারা ঘুমিয়ে পরে 

যখন পৃথিবীর আগুনে সমস্ত তৃপ্তির পরে আগুন জ্বলে 

ঠিক তেমন করে ,

হয়তো বোঝাতে পারবো না 

হয়তো উৎসবের আদলে মাতোয়ারা শহরে না হারানো কবিতার মতো। 

.

ঠিক কেমন করে তোমাকে চাই  ?

উত্তর ,দক্ষিণ ,পূর্ব ,পশ্চিম ,সমস্ত দিক্চক্রবালে একটা লালচে আভা 

পড়ন্ত বিকেল ,বাউল পথ ,হাতে সেই একতারা 

ঠিক তেমন করে ,

হয়তো বোঝাতে পারবো না 

হয়তো প্রতিদিন বাঁচার গভীরে সবুজ পাতার মতো তোমাকে চাই। 

.

বড্ড ফিল্মি ,বড্ড রিমেকি 

এক নিঃশ্বাসে চুইংগাম চেবানো শৈশব ,যৌবন ,বার্ধক্য 

জানি না তারপরে কিছু আছে কিনা 

হয়তোবা তেমন করে তোমাকে চাই। 

কিংবা ধরো এক সমুদ্র ঢেউ যেমন করে বুকের উপর আছড়ে পরে

কিংবা বৃষ্টির ফোঁটা যেমন শরীর থেকে গড়িয়ে পরে 

একলা দিনে আয়নায় দাঁড়ানো অভ্যেসে মতো 

তোমার রান্নাঘরে হাতাখুন্তির আওয়াজের মতো, 

গ্রীষ্মের ছাতা ,শীতের সোয়েটার ,জ্বরের থার্মোমিটার 

কিংবা এই শহরে হাজারো অভিমানের একলা কবিতার মতো 

রামকিঙ্কর ,সুনীল ,শক্তির সৃষ্টি ,ওস্তাদ জাকির হোসেনের তবলায় 

কোনো প্রতিবাদী মিছিলের সামনে সারিতে 

ঈশ্বরের উঠোনে ,আজানের সুরে ,বার্ধক্যের লাঠিতে 

আমি তোমাকে চাই। 

জানি না ঠিক কেমন করে তোমাকে চাই ?

হয়তো বোঝাতে পারবো না 

হয়তো আমার দৈনন্দিন বোঝাপড়ার ঝগড়ায় তোমাকে চাই

তবে আমার তোমাকেই  চাই 

এটাই শেষ কথা 

কারণ প্রতিটা মৃত্যুর পরে কফিনে শেষ পেরেক পোঁতা জরুরী। 

 


..

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...