Tuesday, September 27, 2022

শারদীয়া


 শারদীয়া 

.. ঋষি 


সাথে আছি ,যতটুকু থাকা যায় 

তারপর খাদ ,তারপর মৃত্যুফাঁদ ,কাছে ডাকে 

আয় আয় 

তারপর আমাদের আর কিছু করার থাকে না ,

প্রতিবারের মতো 

ফিরে আসা জীবন শহরের পথে ,ব্যস্ততার ভিড়ে। 

.

আবার উৎসব 

উৎসব মানে পূজাবার্ষিকী ,নতুন কিছু গল্প ,হয়তো কিছু উপন্যাস 

ততক্ষন ,ঠিক যতক্ষণ কথা থাকে 

তারপর পুরোনো পুজোর গল্প ,স্মৃতিখামে আমি ,তুমি ,তোমরা 

ছবিগুলো অন্ধকার হয়ে যায় 

প্রতিটা কথার পরে কি বা কিসের প্রয়োজন মনে হয়। 

.

সাথে আছি ,যতটুকু থাকা যায় 

তুমি শুধু স্থায়ী ,বাকি সব যন্ত্রণা আর ক্ষত 

আমার বুকের ভাঁজে তোমার পায়ের আলতা ছাপ 

ঠিক মা দুর্গার মতো। 

এক হাতে সময় ,অন্যহাতের তোমার হাত  

কতদিন বসে আছি শুধুমাত্র রোগীর বিছানায় হাসপাতালের গল্পে 

একটা ট্রিটমেন্ট দরকার 

দরকার সাথে থাকা ,পাশে থাকা। 

সেই টিউশনের পয়সায় গীতবিতানে লোকানো পুরোনো গোলাপ 

কাউকে দেওয়া হয় নি 

শুধু তোমাকে দিতে চাই এই শারদীয়ার অন্য সকাল 

আর ঘুমিয়ে পড়া স্বপ্নদের অধিকার। 

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...