Monday, September 26, 2022

দীর্ঘশ্বাস



দীর্ঘশ্বাস
.. ঋষি 
(১)
কে কার ভাগের কথা বলে ফেলছে আগেভাগে
আর কিছু কি বাকী? 
কথারা ক্রমশ এই পৃথিবীর অক্সিজেনের মতো কমে আসছে 
আফসোস নয় 
বরং শুধু বারংবার মনে হচ্ছে 
সত্যি যদি শেষ হবার ছিল শুরু হলো কেন? 
(২)
মাথার ভিতর নিয়মিত শেষ নিঃশ্বাস নিয়ে ঘুরি
একটা বেড়াল পাহারায় থাকে
এই যে হঠাৎ হঠাৎ দমবন্ধ হয়ে আসে আমার
এটাও তো বাঁচা,
সত্যি হলো বাঁচা ফুরিয়ে গেলে মানুষের বাঁচার ইচ্ছা হয়
তাই বোধহয় বাঁচা শব্দটা একটা অসীম । 
(৩)
হাত পা ছোঁড়াছুঁড়ি করে কিছু চাওয়ার বয়স ফুরিয়ে গেছে আমাদের,
এখন একটা ফুলপ্যান্ট কিংবা স্কার্ট পড়তে চাওয়াটা বোকামী,
বরং এসো আমরা উলঙ্গ হই 
জানি নীরেন্দ্রনাথ আর লিখবেন না রাজাদের কথা
বরং আমরাই সামাজিকতা লিখি। 

(৪)
ইদানিং কোনও অচেনা নম্বর থেকে ফোন এলে ভাবি
এই বুঝি শুনতে পাবো তোমার কন্ঠস্বর,
যেমন খাঁচায় বন্দী পাখি
বারান্দায় শৈশবের  ছায়া পড়লে ভাবি
বাঁচাটুকু উড়ে যাচ্ছে দীর্ঘশ্বাসে নিয়ে।

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...