Tuesday, September 19, 2023

সময় গেলে সাধন হবে না

এ পর্যন্ত সব ঠিক ছিল 
তারপর হঠাৎ এক ফনা তোলা সাপ হেমলক খুঁজছিল, 
হঠাৎ  আমার রাক্ষসদের সঙ্গম দৃশ্য চোখে ভেসে উঠলো
ভেসে উঠলো থালা ছোঁড়াছুড়ি দুপুর আর অন্যমাত্রায় 
আমার না ঘুমোনো রাতে সুলতানি মমতাজের অভিশাপ।. 
.
মন্তাজ কাকে বলে জানো ? 
একটা ফরাসী শব্দে কতগুলো ছবি জড়াজড়ি করে চুমু খায়, 
যে যাপনে কোন কান্না নেই, কোন পরিতাপ নেই
কোন অভিযোগ নেই,
তাকে ভালোবাসা বলে না
বলে শরীর,বলে যৌনতা, 
আর সত্যি ভালো করে ভেবে দেখো 
যৌনতায় কোন মুখ হতে পারে না। 
.
অথচ কোন একদিন তুমি স্বপ্নে দেখা সেই মাটির বাড়িটা জীবনের দূরবীনে দেখেছিলে,
অজস্র রং দিয়ে সারা হাতে কালি মুখে তুমি ঘুমিয়ে পড়েছিলে সেই মাটির স্বপ্নে,
এই সব ভাবলে আমার ইচ্ছে করে তোমার মুখে গুঁজে দি সন্ধ্যের ধর্মতলা, কলেজ স্ট্রীটের দেজের বই, চৌরাস্তার ভেপার ল্যাম্পের সেই উজ্বল ক্লান্তি আর  আবৃতিশিল্পী ব্রততীর মুচকি হাসি। 
এসম আমি দেখতে পাই কবিতার প্রুফ চেক করা সেই গম্ভীর মুখ 
আর শান্তিনিকেতনে শোনা সেই লালন ফকিরের গান 
.
" সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না !! "
.
সময় গেলে সাধন হবে না
..ঋষি 


No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...