তোমাকে এ লেখা নয়
সত্যি? তুমি জানো তো?
প্রিয় নারী তোমার শব্দের প্রতি লোভ আমার চিরকাল
আমার আস্পর্ধা অঝোরে বৃষ্টির রেণুর মতো চিরকাল
আমি ভিজিয়ে নামতে চাই তোমার প্রতি মুহুর্তের অন্তরবার্তায়।
.
প্রিয় নারী তুমি যেখানে
সুখে ও স্বচ্ছন্দে আছো—ভাবনা, তারই কাছে,
মন দিয়ে শোনো
এই পুরুষের স্নেহ ছিলো না কক্ষনো আগুনের প্রতি
ওর ভালো লাগে নারী তোমার গভীর স্পর্শ
যে পুরো রজনী ওই বিস্মিত ভাবনাকে জড়িয়ে স্বপ্ন দেখে।
.
অভিমানী তাকে আর সহ্য হয় না
প্রতিটা আলোর পরে অন্ধকার আসে জানি
জানি অপরাধী শুধু অপরাধ শব্দের দত্তক নয়
একটা নিভৃত শিক্ষা,
আজ যাকে নষ্ট ভেবে তুমি নিজের গভীরে পোড়াও
প্রিয় নারী ভেবে দেখো
আজও সে বেঁচে,
কাল বলে সত্যি কিছু যদি থাকে
তবে আজকের ছল জেনো কাল প্রমানিত হবে
তোমার মুক্তিতে
আর আমার চলে যাওয়ায়।
.
আগামীবার্তা
.. ঋষি
No comments:
Post a Comment