ভালোবাসা মাই ফুট
.. ঋষি
তোমার মনের ঘরে
কি পরিচয় দেবে আমার?
অসহ্য এক উন্মাদ ভাবনাকে কি বলবে তুমি ভিজে আয়নায়?
নাকি মৃতদেহ বলে সরিয়ে রাখবে সময়ের বাইরে।
.
একদিন এক স্পর্শের কোজাগরী চাঁদ তোমার জানলায়
মুখ থুবড়ে পড়বে তোমার বুকে
কি বলবে তাকে?
কি উত্তর দেবে যখন একটা গোটা মহাদেশ চিৎকার করে তোমার কন্ঠ শুনতে চাইবে
কি বলবে?
একটা অপাংতেয় মৃতদেহ তোমায় ছুঁয়েছিল কোনদিন।
.
তুমি জানবে না কিছু তা নয়
শুধু আমার ২০৫ টা হাড়ের উপর লেখা থাকবে
এক অসমাপ্ত আকাশ,
এক অনিবার্য আগুনে কথপোকথন
আর দুটো নিথর চোখ,
সে দিন থু থু ছিটিয়ে আমার মুখে বলতে পারবে তো
ভালোবাসা মাই ফুট।
.
No comments:
Post a Comment