Sunday, September 17, 2023

আনন্দ

আনন্দ 
.. ঋষি
তিনি হতে পারেন কোন সুপুরুষ, সুনায়িকা 
সুপরিকল্পিত ভাবে জিতে যেতে পারেন অজস্র মানুষের রাজত্ব, 
প্রতিটা খুন করার পর তিনি 
মাইকের সামনে চিৎকার করতে পারেন
বাংলা ও বাঙালী, 
তিনি গেয়ে উঠতেই পারেন ভুল রবীন্দ্রনাথ
তার সব হক আছে। 
.
আমি তার হাতে তুলে দিলাম তোমাকে 
জানি পুড়ে গেছে তোমার ঘর 
হরিজনকে ভালোবেসে ছেলেটার জিভ কাটা পড়ে আছে পাশের জলাভুমিতে,
সত্যি বলতে নেই 
সত্যি বলার অপরাধে খগেন মাস্টার সেদিন
রেঞ্জ টু বুলেটের শিকার। 
.
তিনি বড্ড ভালোমানুষ
চাকরী নেই, আছে হাতে গোঁজা টাকা, 
শিক্ষা নেই আছে বোম বাঁধার নোট,
দশম শ্রেনীর মেয়েটা দেখানো হচ্ছে কালো বাদুর
সেখানো হচ্ছে সাইকেল চালানো। 
তোমাকে তুলে দিলাম ধর্ষক আর ডাকাতের হাতে
অন্ধকার সময়ের হাতে
শস্যবতী হও, হও উর্বর
আমরা বাঙলা,আমরা বাঙালী, আমরা ভারতবর্ষ 
আমরাই পারি 
তোমাকে বারংবার ধর্ষনের আনন্দে পোলাও ভোগ খেতে।


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...