Thursday, September 28, 2023

নির্বাসন

যারা সময়কে না বুঝে পা বাড়িয়েছি অন্ধকারে
তাদের আর ঘরে ফেরা হবে না, 
জীবনের জল আর এই করতল 
যারা বিন্দু বিন্দু করে জুড়তে চেয়েছি 
তারা জানে না যে, তারা জানে না তাদের পাগুলো সব গাছ হয়ে গেছে। 
.
আটত্রিশটা দাঁত মেজে যারা বাঁশ, ত্রিপলের দরদাম করে
তারা ব্যাবসায়ী, 
তাদের কাছে উৎসবের খোঁজ করতে যাওয়াটা মুর্খামি। 
সমস্ত দরদামের পরেও যারা একলা থেকে যায় 
তারাই বোধহয় বোকা
এই যে যারা বিশ্বাসকে নি:শ্বাস ভেবে স্বাতী নক্ষত্রের জলে দুরবীনে চোখ রাখে 
তারা জানে না যে, তারা জানে না তাদের চোখের পিছনে ঈশ্বরের চোখ।
চোখ তো কথা বলে, এ শহরের চোখে স্বপ্নরা সব অশ্রুকন্যা
তবে বিতারিত নির্বাসনে,
কবিতার পাতারা অনাহারে নিলজ্জিত বহুদিন। 
.
নির্বাসন 
.. ঋষি 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...