Monday, March 15, 2021

মেরা নাম্বার কব আয়েগা

মেরা নাম্বার কব আয়েগা 
.... ঋষি 
চারিদিকে ঢাক, ঢোল 
দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আর মুখোশের শহরে 
খুব অনায়াসে আমি বিশ্বাস লিখবো " এ ভাবেও বেঁচে থাকা যায় "
তুমি শুধু পাঠিকার মতো হৃদপিন্ড  সাজিয়ে একলা থেকো, 
স্মৃতির শহরে মুহুর্তরা বাবুইয়ের বাসা 
অথচ ভীষন জোনাকি নির্ভর। 
.
মুহুর্ত,মুহুর্ত, মুহুর্ত
অনাদেয়ি আদায়ে বিস্তির্ন পটে দেবী মুর্তির বিসর্জন, 
হৃদয়ের মাটিতে পড়ে থাকা খড়, ভাবনা আর কাঠামো, 
ভালো থাকাটা একটা আর্ট 
কিন্তু সত্যি এটা খড়কুঁটো আগলে সকলে ভাষান্তর নই আমরা
সকলে বেঁচে থাকতে পারি না। 
.
তুমি বলো চলন্তিকা এই শহরে কজন বেঁচে 
তুমি বলো চলন্তিকা এই শহরে অজস্র আকাশ ছোঁয়া বাড়ি 
কিন্তু বাঁচার চারদেওয়াল কজনের আছে,
আমরা মুঠো আগলে বাঁচতে অভ্যস্ত মানুষগুলোর 
মুঠো খুললেই সব জিরো। 
জিরো, জিরো, জিরো 
সামনে কোন নিউমরিক নাম্বার নেই 
অথচ আমরা সবাই নাম্বারে দাঁড়িয়ে বাঁচার লাইনে 
সকলেই বলছি মেরা নাম্বার কব আয়েগা 
আর ভিতরের একলা বাঁচাগুলো বলছে আয়েগা 
জরুর আয়েগা। 
আমরা মুহুর্ত আসার অপেক্ষায় মুহুর্ত জড়িয়ে বেঁচে 
শুধু ভাবনায় গড়ি বাবুইয়ের বাসা 
অন্ধকার জোনাকির খোঁজে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...