Thursday, March 4, 2021

অন্য গল্প

 অন্য গল্প 

... ঋষি 


তোমার হাসান বলে প্রেমিক ছিল 

আমার পাঠান বলে কোন এক প্রেমিকা ছিল 

আমাদের সাতকাহন ছিল 

হাজারো রঙের পাল তোলা নৌকায় ,হাজারো কল্পনা 

তারপর নৌকো ডুবলো 

আমাদের গল্পগুলো ফুরোলো ,নটে গাছটা মুড়োলো। 

.

স্মৃতিযাপন ঠিক নয় এগুলো 

এগুলো হলে বাজারে বিক্রি হওয়া সেই কাতলা মাছের গল্প ,

শরীর তো আছে ,চোখ তো আছে 

স্পন্দন নেই ,

হাজারো নীতিকথা ,ঈশপের গল্পবলী 

সময়ের  নিয়মে আমি ,তুই আজ একলা নাগরিক। 

.

তোমার হাসান বলে প্রেমিক ছিল 

আমার ছিল কোনো পাঠান বলে প্রেমিকা ,

স্মৃতিবিভোর ঘর সংসার 

সেখানে আজকেও আমরা সত্যি সম্বলহীন মনের চিলেকোঠায়। 

বেশি বুঝলে পাপ বেড়ে যায় 

বয়সের সাথে মানুষ কখন যেন ঈশ্বর হয়ে যায় ,

তোমাকে বলেছিলাম আমি চলন্তিকা 

মাছের বাজারের কবিতা লিখবো ,

লিখবো ওই বাজারে দাঁড়িয়ে একটা গোটা সমাজ 

স্পন্দনহীন ,ধর্মহীন ,স্পর্শহীন কিছু মৃত শরীর আজ গোটা দুনিয়ায় 

শুধু মাছের কেনাবেচা করছে। 

কিন্তু কেউ বুঝছে 

মৃত মাছেরা মর্গে শুয়ে থাকা বরফের শরীর 

তার আবার গল্প ,

বরং চলো চলন্তিকা আমাদের গল্প লিখি 

............. না হাসান না 

............না পাঠান না 

আমরা। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...