Thursday, March 4, 2021

উৎসর্গ

 উৎসর্গ 

... ঋষি 


এই জরাজীর্ণ সন্ধ্যেবেলায় তোমায় উৎসর্গ করে কটা লাইন 

আজকাল তেমন তোমার সাথে কথা হয় না 

আজকাল আমাদের দেখা হওয়াগুলো বার্ধক্য নিয়েছে ,

কলম আর কাগজের সঙ্গত আজ আমাদের বহুদিন বন্ধ 

হাতের আঙুলে কিবোর্ডের তুমুল ঝড় 

দিন বদলাচ্ছে 

বদলাচ্ছে আমার কবিতা। 

.

সময়ের সাথে মানুষের বেড়ে যায় শ্মশানবন্ধুর সংখ্যা 

সময়ের সাথে মানুষের প্রয়োজন ভালোবাসা 

মানুষ শুধু কাঁদে 

একলা নিঃসহায় 

অর্ধেক গোলার্ধ জুড়ে কমতে থাকে মাটির ভাগ 

আর বাড়তে থাকে মানুষের অভিযোগ চিরকাল। 

.

এই জরাজীর্ণ সন্ধ্যেবেলায় তোমায় উৎসর্গ করে কটা লাইন

আজকাল আমাদের কথাগুলো ভেনিসজুয়ালা আর গ্রিস নিয়ে ব্যস্ত ,

আমরা কথা বলি না লিওনার্দো 

আমরা আর কথা বলি না ডাক্তার সেই চে গুয়েভারা।

আমরা শুধু ব্যস্ত দৈন্দন্দিন দিনযাপন ,

ঝগড়া ,মনকষাকষি আর বেআব্রু জীবন নিয়ে  

আমরা আর ভাবি না আকাশ নিয়ে 

আমরা আর ভাবি না বিপ্লব নিয়ে। 

যে বাউলের চোখে একদিন পৃথিবী ছিল রঙ্গমঞ্চ

আজ সেই রঙ্গমঞ্চের উপর দাঁড়িয়ে আমি বক্তৃতা দি 

আর তুমি দেয় হাততালি, 

আসলে আমরা সাধারণ জনগণ 

সময়ের পূজারী 

আমরা আসলে সময়ের থেকে ধারালো হেঁসো দিয়ে 

মিথ্যে কুচিয়ে ফেলতে পারি না।  


No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...