Wednesday, March 17, 2021

পুরুষের চোখে

পুরুষের চোখে

... ঋষি 


নারীরা ততক্ষন সম্মানীয় যতক্ষণ সময়ের চোখ 

নারীরা ততক্ষন সুন্দরী যতক্ষণ পুরুষের চোখ 

নারীরা ততক্ষন পর্দানশীন 

যতক্ষণ সময় আর পুরুষের চোখে 

ভালোবাসা থাকে। 

.

অদ্ভুত এই কাব্য 

মুহূর্ত থেকে ঝরে যায় সময়ের বিষ 

তোমাকে ছুঁয়ে যায় আঙুলগুলো আসলে পুরোনো বাড়ির কার্নিশ 

জানি এই কাব্যের লুকোনো অভিশাপ তোমাকে ছোঁবে না 

আমি চাও না ছুঁক তোমায় 

কোনো সময়ের পুরুষের অভিলাষী চোখ। 

.

আমার চোখে লাম্পট্য ছুঁয়ে আছে 

বাঁকুড়ার সেই আদিবাসী ঘোড়া যে লাল মাটির দেশে ধুলো উড়িয়ে 

অন্ধকার করে পৃথিবী।

সেই সুযোগে আমি সিঁদ কেটে  চলে যাই তোমার পূর্ণাঙ্গ চাঁদে 

কান পেতে শুনে নি 

নারী ও পুরুষ তফাৎ।  

একদিন আমিও ছুঁয়েছিলাম তোমাকে

অভিলাষী বৃষ্টির জলধারায় তখন পাহাড় থেকে গড়িয়ে নামা নুন 

তোমার সময় থেকে চুষে খেয়ে নিয়েছি তোমার শেষ রক্ত সেদিন 

আর কোনোদিন আহত হবে না তুমি। 

জানি, এ কবিতার  ভেতর লুকিয়ে থাকা মরণরোগ

একফোঁটাও ভেজাবে না সময়ের  রহস্যময়ী মায়াবী চোখ,

তবু আমি জানি 

তুমি ততক্ষন সুন্দরী 

তুমি ততক্ষন প্রেয়সী 

যতক্ষণ পুরুষের চোখে প্রেম থাকে। 


No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...