Thursday, March 25, 2021

ভালোবাসায় গুলজার



ভালোবাসায় গুলজার 

... ঋষি 


"Bahut mushkil se karta hoon teri yaadon ka kaarobaar,

munaafa kam hai lekin guzaara ho hi jaata hai!"

.

গুলজার সাহেব কলমটা নামিয়ে রাখলেন 

আমার মতো হাজারো প্রেমিক তকদির লিখতে শব্দ বেছে নিলো এই শহরে ,

শহর বলতে সময় বোঝে শক্ত একটা নিয়ম 

আর শহরের বাইরে পুরোটাই বোধহয় 

তোমার মতো সবুজ। 

.

আমি দেখি পদ্মাপাড়ে সেই মাঝি নৌকা 

বিয়াল্লিশের বারুদ থেকে খুঁজে পাওয়া সেই সন্তানের মৃত মুখ ,

ভালোবাসার সুখ। 

ভালোবাসা দেশ 

ভালোবাসা সময়ের সুখে বেঁচে থাকা 

ভালোবাসা সন্তানের মুখের হাসি 

আর 

ভালোবাসা " তুমি " শব্দটার ভিতর লুকোনো সময়ের কাঁটা। 

.

গুলজার সাহেব আবার লিখলেন।...


" Us umra se humne tumko chaha hai,

Jis umra mein hum jism se waqif naa the…!!!"

অদ্ভুত সুর 

স্মরণীয় শব্দদের ভিড়ে প্রেম যেন ঈশ্বর হয়ে নেমে আসে হৃদয়ের স্তরে ,

আমার মাঝে মাঝে মনে হয় হৃদয়ের বোধহয় অনেকগুলো স্তর আকাশের মতো  

যেমন যন্ত্রণার ,

একটা পেরেক যখন ঢুকতে থাকে ,ঢুকতেই থাকে হৃদয়ে 

তখন বোধহয় ভালোবাসা গীর্জার দেওয়ালে ধর্ম বলে খোদাই হয় ,

মসজিদে হয় আজান 

আর মন্দিরে সন্ধ্যা আরতি।  

আর আমরা যারা ভালোবাসার জড়তায় জড়োসড়ো 

মৃত্যু বুকে নিয়ে বাঁচি ,

আসলে ভালোবাসতেই পারি না 

তারা শহরে রাস্তায় জলছবি আঁকি সুখী জীবন।  

.

(গুলজার সাহেবকে স্মরণ করে ,শব্দের জলছবি ভালোবাসায় )


No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...