Tuesday, March 9, 2021

মুহুর্ত

মুহুর্ত 
..ঋষি 

আপনি এমন এক মৃতদেহ সনাক্তকরনে এসেছেন 
যে চিরকাল আপনাদের গভীরেই ছিল, 
যে আপনাদের মুখের দিকে তাকিয়ে খুব সহজে ব্যাস্ত হয়ে পড়েছিল 
এক মুহুর্ত  বাঁচবে বলে।
অথচ জীবন বিন্দু না
বরং এক সরলরেখা যার অস্থিরতায় সমুদ্র নির্বাক। 
.
এখন দেখুন মৃতদেহের পাশে দাঁড়িয়ে মৃতদেহের সন্তান 
পাশে দাঁড়িয়ে তার স্ত্রী 
হয়তো তাকে সকলে ভালোবাসতো তাকে 
হয়তো ভালোবাসতো না
তাতে কি, সে যাই হোক 
এরা কেউ মরার আগে একটা মুহুর্ত দিতে পারেনি মৃতদেহকে। 
.
ওই যে ওই ছেলেগুলো, ওগুলো মৃতদেহের বন্ধু 
মুখ নিচু করে দাঁড়িয়ে, 
ওদের কালো মুখগুলো বলে দিচ্ছে মন ভালো নেই তাদের 
ভালো নেই ওদের বন্ধুর স্মৃতিগুলো, 
তবু সত্যিটা হলো ওরা জানে কারোর জন্য সময় থামে না
থামে না সময়ের মুহুর্তরা, 
কারন মুহুর্ত  জুড়েই সময় তৈরি  হয়। 

সকলেই কাঁদছে 
সকলকে কাঁদতে হয় সেটাই জীবন, 
সেই  লোকটা যখন বেঁচে ছিল কেউ কাঁদে নি
আসলে বেঁচে থাকলে কেউ কাঁদে না
কাঁদে জীবন 
আর মরার পর কাঁদে সময়। 
ওই যে ওই মর্গের বাইরে দাঁড়িয়ে যে মহিলা
যার চোখে একবিন্দু জল নেই, সে হল মৃতদেহের প্রেমিকা
খুব হাসছে সে
একবার তীরের মতো ছুটে এলো মৃতদেহের পাশে 
তারপর মৃতদেহের মুখে থুথু ছিটিয়ে বললো 
তোর মরার কথা ছিল অনেক আগে
এতদিন তুই বাঁচলি কি করে মুহুর্ত  ছাড়া

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...