Sunday, August 21, 2022

ঋতুকালীন









  
ঋতুকালীন
.. ঋষি 
কি বলি বর্ণমালা, মায়া
উত্তরের দরজাটা বন্ধ করা হয় না আজকাল 
শীত করে 
তবুও জড়ানো হয় না তোমায়। 
এই সব ঝড়, বাদলার দিনে তুমুল বৃষ্টিতে 
মেঘ জমে 
যাদের মনে পড়ার কথা না 
তবু মনে পড়ে। 
.৩
আগুনে দাঁড়িয়ে আছি 
আগুনের মাঝখানে আছি 
তবু শরীর পোড়ে না বোধহয় মৃত্যুর আগে 
আগুনে মন পোড়ে,শরীরে ঘাম হয়। 
শুকনো পাতার উপর দিয়ে হেঁটে চলেছি আমরা
শব্দ হয়, আনন্দ হয় 
কিন্তু পিচ রাস্তায় দাঁড়ালে নিজেকে একলা লাগে 
তোমাকে পাই না।
৫ 
একবার বৃষ্টিতে দাঁড়াবো আকাশের নীচে
শুধু ছাটে তৃষ্ণা মেটে না কিছুতেই, 
জানি অপেক্ষা ঋতুকালীন একটা শব্দ
যা শব্দের ইতিহাসে রেঁনেসাস। 



No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...