Thursday, February 1, 2018

বাজপাখি

বাজপাখি
,,,,,,ঋষি
------------------------------------------------------------
আজকাল ঘুমের মধ্যে বাজপাখীটা আসে
ছো মেরে চেপে ধরে আদিম আকাশ।
মাঝরাতে ঘুম ভেঙে চমকে দেখি
মাঝ পথে তুমি দাঁড়িয়ে ইতিউতি তাকাচ্ছ।
বাজপাখিটা আকাশ থেকে ঘুরতে ঘুরতে নেমে আসে
হাতের হাতঘড়িটা থেমে যায়, সময়...

কত কাল ?
সময়ের শব্দ মালাতে অনুচ্চারিত উদাহরণ।
নীল আকাশে সময় যেন বাজপাখী
গভীর নীলে অচেনা রাত।
মাঝরাত
আদতে আটকানো প্রতীক্ষা নীল আকাশের দখলে।
তখন থেকে তুমি ঠাই দাঁড়িয়ে মাঝ পথে
আর বাজপাখী সময় খুবলে খেতে চায় যেন রাক্ষস।
শুধু এই পর্যন্ত
তারপর পাশের বালিশ জড়িয়ে তোমাকে জড়ানো।

আজকাল ঘুমের মধ্যে বাজপাখীটা আসে
নীল আকাশ।
ঘুম ভেঙে  চমকে দেখি খুব কাছে তুমি
মাঝপথে দেখা হয়ে যায়।
বারংবার ঘুম ভাঙে সে যেন যুদ্ধ একটা রাত
কিন্তু ঘুমিয়ে পড়ি, বারংবার,বাজপাখী।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...