Thursday, February 15, 2018

ইচ্ছে গাছ

ইচ্ছে গাছ
,,,,,,,,,,,,ঋষি
*-********************************************

এইভাবে সকাল আসে
চলে যায় সাম্যের প্রান্তর ছুঁয়ে কোন এক দুপুরবেলা লবনহ্রদের দিকে।
কুমারী রোদ ছুঁয়ে তীব্রতা বাড়ে ভালোলাগা
নতুন শপথ শহরের বইয়ের গন্ধ ভরপুর কোন স্বপ্ন সফর।
সরতে থাকে ছোটবেলা,বইমেলা যেন গুটিয়ে ঢুকে গেছে শহরের কৃপণতায়
বেড়ে গেছে বিজ্ঞাপনী লোভ শহরের।

আমারও বাড়তে থাকা লোভ
হাজারো কবিতার পাতায় আমার হারানো ইচ্ছে গাছ।
বাড়তে থাকে
আমার বাঁচার লোভ  যেন সদ্যজাত নবজাতক কোনো।
চোখে লেগে যায় লিটল ম্যাগের ধারালো ছুড়ি
এগিয়ে যাওয়া হাতে থর থর কাঁপতে থাকে নতুন কবির কবিতা।
শহর জানে না, কবিতাকে থামানো  যাবে না
হাজারো রিমেকে, হাজারো অন্ধকারে সত্যি কবিতা জন্ম নেবে।
জন্ম নেবে কবির আঁচড়ে রক্তের দাগ, জন্মের দাগ,মানুষের দাগ
কারন কেউ লিখে গেছে
কবির কোন জন্ম নেই, নেই মৃত্যু।

কখন যেন অন্ধকার নামে
ফিরে আসতে হয় স্বপ্ন ছুঁয়ে শুকিয়ে যাওয়া গাছ।
অন্ধকার স্ট্রীটলাইট সাক্ষী হয়ে থাকে,সাক্ষী হয় এই শহরের ধুলোঘর
হারিয়ে চলেছে বইয়ের পাতা ক্রমাগত।
কেন জানি মনমরা হয়ে ফিরে আসা চেনাপথ, অচেনা কবিতা
আমার ইচ্ছে গাছের পাতাগুলো,কেন জানি দাউ দাউ পুড়ছে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...