Tuesday, February 20, 2018

গভীর খোঁজ

গভীর খোঁজ
,,,,,,,,,ঋষি
★***************************************************★

হাওয়ায় উড়ছে আঁচল
ছুটে চলেছে সমুদ্রের দিকে,আরও গভীরে।
মরচে পড়ছে টিনের তলোয়ারে
পোয়াতির অসহ্য যন্ত্রনা, ঘুম আসছে কই?
সমুদ্রের নোনা জলে প্রতীক্ষার দাগ ছেড়ে যাচ্ছে
চিৎকার করছে, ঋনী  করছে সময়কে,আছড়ে পড়ছে বুকে।

চলন্তিকা সময় এমনি হয়
নিথর,স্থির পরে থাকা বিকেলের রোদ খোঁজে ফেরে আলো।
সময়ের দরজা খুলে অসময়ে ঢুকে পরে দুরন্ত ঘোড়া
বন্য আবদার শিরায় শিরায়।
ফিরে আসে রাত্রি বারংবার,ঘুম খোঁজা সকাল নিমন্ত্রন করে স্বপ্ন
বাইকের সিক্স গিয়ারে পা দিয়ে, হেডলাইট খোঁজে রাস্তা।
সামনে তখন বিশাল সমুদ্র
হাওয়ায় উড়ছে আঁচল,ছুটে চলা সমুদ্রের গভীরে।
নোনা শরীর ভিজে যায়, নোনা মন আশ্রয় চায়
চলন্তিকা তোর আঁচলে তখন, আমার নোনা ঘামের গন্ধ।

হাওয়ায় উড়ছে আঁচল
ছুটে চলেছে বন্য ঘোড়া সমুদ্র স্রোতের সাথে।
অন্ধকার ফসফরাসে তখন স্বপ্নের চোখ
রুপকের সাথে মেশা চলন্তিকা হঠাৎ ঘুম ভাঙা।
আচ্ছা স্বপ্ন ভেঙে  গেলে সমুদ্র হয়ে যায়
কিন্তু সমুদ্রের স্বপ্ন নোনা অথচ গভীর  খোঁজ।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...