Saturday, February 24, 2018

বিকেলের রৌদ্র

বিকেলের রৌদ্র
,,,,,,, ঋষি
--------------------------------------------------------------
বিকেলের রৌদ্র লেগে আছে
মরা সাবমেরিন বায়নাক্কা,দুস্তর টিপিকাল নগ্নতা।
আসলে তোকে মিস না করলে
আমার কবিতা মরা রৌদ্রের মতো গড়াগড়ি খায় রাস্তায়।
ভাগ্যিস দূরত্ব লিখতে শিখে গেছি চলন্তিকা
না হলে বোধহয় বাঁচার কোন কারন থাকতো না।

মতের অমিল হলেই বিনিময় করি মতামত
শহরের চারপাশে দেওয়ালগুলো কখন যেন ঘর হয়ে যায়।
এখানে কোনো বাড়াবাড়ি নেই নিষিদ্ধ দুপুর
তুই হাসিস আর আমি ফাঁকতালে গেলাম গেলাম।
তাই বিকেল হলে মন খারাপ
দেবতার রৌদ্র ফুরিয়ে গেলে আদরগুলো অন্ধকার কবিতা।
রয়ে সয়ে বসে বসে আবার রাত্রি আসে
বিবস্ত্র গাছ,রাত্রি বরাবর এতো নগ্ন কেন ভেবে পায় না?
সতেজ স্তনাভার,  নিদ্রাহীন চোখের তারা
একটানা বেজেই চলে পাখোয়াজ,ক্রমাগত বিষন্নতা।

বিকেলের রৌদ্র লেপ্টে
তোর চোখের কাজলের অন্ধকারে আমি।
আসলে তোকে মিস না করলে
আমার কবিতা চলন্তিকা ডাঙায় তোলা কই।
ভাগ্যিস একলা থাকতে শিখে গেছি চলন্তিকা
না হলে তোরর কবিতাগুলো ভীড়ে হারিয়ে যেত।



No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...