Friday, February 2, 2018

ইচ্ছা ঢেউ

ইচ্ছা ঢেউ
,,,,,,, ঋষি
★*********************************★

ইচ্ছা নদীর পালকে ডানা
ওফস্ক্রীনে বঁা হাতি সৌরভ, বল স্টেডিমের বাইরে।
ঘুম ভেঙে  যায়
ইচ্ছা   নদী উপছিয়ে পরে অজয়ের জলে।
ঢেউ ভাঙে
অজয়ের বানে ভেসে যায়  অজস্র অচ্ছা মুখ।

আমার ছয় বছরের ছেলে
বুকের কাছে শুয়ে বোধহয় স্বপ্ন দেখে অনবরত রুপকথা।
আমি চোখ বুজে আবার ফিরে আসি, এবার সমুদ্র সৈকত
ঝাউবন, বালি হাওয়া, তোমার আঁচল, চেনা মুখ।
মাটির কাছ থেকে ধার করা মেটে গন্ধ
আঁতকে উঠি, স্বপ্নের আদলে  চোখে জলের বিন্দু
নোনা রহস্য।
বাইরে পাখি ডাকে, শুরু হতে চলা দিনের প্রতিশ্রুতি
স্বপ্নরা শুধু স্বপ্নে থাকে।

ইচ্ছা নদীর পালক ভাসতে ভাসতে নেমে আসে
প্রচেষ্টা স্নানের ঘরে নিজেকে ফিরে পেতে চাওয়া।
গড়িয়ে নামে ফোঁটা ফোঁটা স্বপ্ন
নোন্তা জিভ,অজয়ের মিষ্টি জল, নোনা বালি, বালিঘর।
স্বপ্ন ভাঙে
ভাঙে না ঘুমের আছিলায় কাটতে থাকা জীবন।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...