Wednesday, February 28, 2018

শুভেচ্ছা রঙিন দিন

শুভেচ্ছা রঙিন দিন
,,,,, ঋষি
************************************
যদি বসন্ত পলাশ খোঁজে, খুঁজুক
আমি খুঁজি রাঙামাটির পথ, হাঁটতে ইচ্ছে করলে, হোঁচট খায়।
কে যেন চমকে দিয়ে সুরে, সবুজে আমাকে প্রেমিক করতে চায়
"স্থলে জলে বনতলে",,,,,,,,,লাগলো লাগলো দোল !
এ সময়,অসময় চলন্তিকা তুমি হাসতে পারছো,
তুমি, তোমার, আপনাদের লজ্জা করছে না।
.
রঙ,, সভ্যতার রঙ, মানুষের রঙ,শুধুই বসন্তের আগমনী
আর প্রতীবাদ?
বসন্ত যে এ সময় লাল রক্তের মতো পলাশ
বসন্ত যে এবারে সিরিয়ায় ধুঁয়ে যাওয়া রক্তের লাল পলাশের মতো সভ্যতা।
.
আবীরের রঙ এবার মাতাবে আমাদের
তারাও মেতে আছে রক্তের রঙ -এ।
সভ্যতা মাথা ঘামাবে,মানুষ মাথা ঘামাবে না
সোশ্যাল মিডিয়া শুধু হাসাতে জানে,চটপটি নিউস।
এ খবর সামনে আসবে না,
আবারও বোমা পরবে সিরিয়ায়,রাষ্ট্রপুঞ্জ চুপ,আমরা চুপ।
.
তবু বলবো চলন্তিকা তোমরা রঙ খেলো,উদযাপন করো
সভ্যতা সাক্ষী হোক সভ্যতার মৃত্যুর।
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥
এ দরজা কিসের চলন্তিকা,এই মৃত্যুর রঙ কিসের?
কে সন্ত্রাসবাদ?
.
মানুষের সভ্যতায় আমার, আপনার মতো মানুষ যখন চুপ
তখন কি এসে যায় কিসের দরজা?
হাততালি,,,,,, নরক না মৃত্যু?

.
চলন্তিকা আমাকে আর রঙ দিও না
সময় করে যদি পারো সিরিয়ার সেই মৃত শিশুর কপালে
একমুঠো লাল আবির দিও।
আর আপনারা রঙ খেলুন, প্রেম করুন মওকায়
না না এইসব ভাবনার সময় এখন নয়,
আপনাদের শুভেচ্ছা সভ্যতার লাল রক্তের দিনের।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...