Sunday, February 11, 2018

প্রতীবাদ

প্রতীবাদ
,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
প্রতীবাদ নাকি নাকছাবি
পরদানশীন নিয়মিত পার্টি মঞ্চের চিৎকার।
সময়ের আড়ালে লেনিন ঘুমিয়ে বিড়ালের তোষোকে
রাইটার্স বিল্ডিংগের বারান্দা বদলে সবুজ হয়ে গেলো।
শহরের দাগ নম্বর,পোষ্ট অফিস ঠিকানা বদলে গুগুলে
প্রতীবাদ শুধু ফেসবুক ষ্ট্যাটাসের লাইক আর কমেন্ডসে।

শহরে কান পাতা দায়
কমরেডস কামড়াচ্ছে, মশার মত স্বেচ্ছাচারী গনতন্ত্র।
ব্যাবসা বাড়ছে পারদার আড়ালে শাড়ির আঁচল
লুটিয়ে পরছে বারংবার কাস্টমার স্যাটিসফেক্সন।
ফোনের রিংটোনে ইয় ইয় হানিসিং
ভদকা নাকি এই দেশের মিনিস্কার্ট ফ্যাশন।
খবরে প্রকাশ টাইগার ইজ ব্যাক,হাউসফুল
অথচ বিহারের প্রত্যন্ত গ্রামে আজও বাচ্চা বিক্রী হয়।
জয়পুরে মরু প্রান্তরে তেরো বছরের কন্যা বিবাহ যোগ্য
যোগ্যতা কোন প্রশ্ন না এখন শুধু অর্থ মাপকাঠি।

প্রতীবাদ নাকি নাকছাবি
লাইমলাইটে আসার নতুন রিমেকি মাপকাঠি।
সময়ের অন্তরে হদ্য বোকা "বাড়ে উঠে ক্ষুদিরাম"
আর মাতৃগুহায় মুখলুকোনো আগামী সন্তান।
প্রতীবাদ শুধু গরীবের মুখ চাপাদেওয়া কান্না
আর সময়ের কাছে হারিয়ে যাওয়া ইতিহাসের পাতা।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...