Tuesday, February 26, 2019

রিমঝিম বৃষ্টি


রিমঝিম বৃষ্টি
.............. ঋষি
=================================================
রিমঝিম বৃষ্টি
দুচার ফোঁটা তোমার পাড়ায়
ভিজে রাস্তায়।
.
রবিঠাকুরের  গান
আজি   ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে,   জানি নে কিছুতে কেন যে মন লাগে না ॥
মন লাগে না ভিজে উষ্ণতায়
ছুঁয়ে থাকা সম্বল।
.
অন্ধকার শহর ,আরো অন্ধকার
চুঁয়ে নাম বৃষ্টি ফোঁটা ভিজে শহর।
অগুনতি ভাবনা
কচুরিপাতায় টলমল কোনো ইচ্ছাদের সাবধানতা।
পা
বাড়ানো
স্বাধীনতা।
.
একদম চুপ
চোখ বুজে খোঁজা হাতছানি ,চেনা হাসি মনের ভাঁজে।
আদর ভিজে সবুজ পাতা
বিষন্নতা।
খুব কাছে ছুঁয়ে যাওয়া আবদার ,স্পর্শ তোমার।
.
রিমঝিম বৃষ্টি
দুচারফোঁটা তোমায় ছুঁয়ে
নিঃস্ব আমায়।
.

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...