Friday, February 22, 2019

ম্যাজিক


ম্যাজিক
...... ঋষি
==================================================
ম্যাজিক শেষ হলে
আকাশ থেকে নেমে আসে নখ বের করা কিছু জানোয়ার।
পৃথিবীতে মিশে থাকে
সময়ের থেকে কুড়োতে থাকে বেলফুলের গন্ধ।
তারা মানুষের মতো দেখতে
কিন্তু মানুষ না ,জানোয়ার সব।
.
আকাশের চৌরাস্তা থেকে নেমে তারা  এগিয়ে আসে পৃথিবীতে
সভ্যতার বুকে রাখতে চায় রক্তমাখা একটা দিন।
তারা হাঁটতে থাকে মানুষের সাথে মিশে
তাদের শরীরে বিষ রক্ত মিশতে থাকে সভ্যতায়।
ক্রমশ রক্তপাত সম্পর্কের নামে ,ধর্মের নামে
প্রেমের নামে ,অহংকারের নামে ,ক্রমশ সভ্যতার নামে
বাজতে থাকে ধ্বংস।
প্রতাটা ধ্বংসের দিন তারা সাক্ষী থাকে মৃত্যুর
তাদের মৃত্যু নেই ,তারা পৃথিবীর  না
শুধু ধ্বংসের।
.
ম্যাজিক শেষ হলে
মানুষের যাত্রাপথে রক্ত বৃষ্টি নামে।
ভাসতে থাকে সংসার নামের সম্পর্ক শুধু নোনতা জলে
সমস্ত রজনীগন্ধার  গন্ধ বাসি তখন।
সবটাই ম্যাজিক
আসলে মানুষরুপি জানোয়ারগুলো মানুষের সাথে থাকে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...