Saturday, February 9, 2019

চোখের আলোয়


চোখের আলোয়
........... ঋষি
=============================================
আমি বাঁচি ,তুই বাঁচিস
সোনা রঙের শহরে তোর রাত্রিবাস
অনন্ত বিশ্বাস।
.
রৌদ্র এসে পরে শীত ফুরোনো কবিতায়
শহর জুড়ে আনন্দরা সব তোর কাছে ব্রাত্য চিরকাল।
তবু একটা হাসি লেগে থাকে
ফিক করে চকোলেট ঠোঁট ঘেঁষে অনন্ত ছুঁয়ে থাকা।
তবু একটা প্রশান্তি তোর মুখে
সময়ের রোটেশন ,নির্ভীক ভাবনায় এগিয়ে চলা বুক চিতিয়ে।
কার জন্য কি এসে যায় ?
কার জন্য কখনো কি এসে যায় ?
তবু আসে যায় চারিপাশে সময়ের রূপে সময়ের অনন্তরা।
ঠিক এমনি কোনো দিনে
আমার হৃদয় আটকানো মহামান্য ক্রুসে
আর তোরটা বোধহয় চোখের আলোয়।
.
আমি হাসি ,তুই হাসিস
সোনা ছেটানো শহরে দীর্ঘশ্বাস  তুই ,আমি
অনন্ত বিশ্বাস। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...