Wednesday, February 6, 2019

হিভেনলি ফিলিংস

হিভেনলি ফিলিংস
..... ঋষি
============================================
আমরা সকলে ফিরতে চাই
ফিরতে চাই পিছনের রৌদ্র ছুঁয়ে মোলায়েম বিকেলে।
হিভেনলি ফিলিংস
পৃথিবীর পরিধি ,বাস্তব সব ছেড়ে চোখের পর্দায় বালি।
আরো পিছনে
ফিরতে চাওয়া স্বর্গীয় প্রথম অনুভবের কাছে।
.
অদ্ভুত মুহূর্ত
মুখ ছাড়া ,মূহের অভিব্যক্তি কল্পনা করা আকাশকুসুম।
আমরা জানি ,আমরা মানি
জন্ম এক মুহূর্ত ,আর বাঁচা এক চুক্তি ,অথচ থামতে হয়।
থামতে হয় নিয়মানুযায়ী সময়ের কাছে
সময়ের কল্পনায় মানুষ শুধু প্রতি মুহূর্তে ভয় পায়।
একটা জানলা দিয়ে ছুটে  আসে শীতল জীবন
আর আমরা শুধু অপেক্ষায় সেই কল্পনায়।
অনাবিল চুক্তি
যুদ্ধ চলতে থাকে কিংবা থামতে জীবনের ,
অথচ কল্পনায়
অন্তঃসারশূন্য বীরত্বকে কেউ জানতে পারে না।
.
আমরা সকলে ফিরতে চাই
ফিরে যেতে চায় শৈশব ছুঁয়ে সেই বাড়ন্ত সময়ের আলিঙ্গনে।
হিভেনলি ফিলিংস
পৃথিবীর ব্যস্ততা , কুশ্রীরূপ সব ম্যাজিক কল্পনায়।
আরো পিছনে
হয়তো কবিতারাও সবার মতো ভাবতে ভালোবাসে।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...