Friday, February 15, 2019

বিলাসিতা


বিলাসিতা
............. ঋষি
===========================================
কাল বিকেলের ৪ মিনিট ৪৪ সেকেন্ড ,আজ ৫৫
এগুলো শুধু কিছু সংখ্যা।
কিছু কথা চিরকাল অনাদরে থেকে যায়
হয়তো আর কিছুদিন ,তারপর কথাগুলো ফুরিয়ে যায়।
আসলে কেউ কথা রাখে না
কেউ  চায় আবার কেউ হয়তো রাখতে পারে না।
.
বিলাসিতা ছিঁড়ে অল্প কিছু কথা শুধু অভিমানী
তবু বলা হয় না ফিরে এসো।
বলা হয় না যতটা হৃদয় পুড়লে কাঁচের দেওয়াল ভেঙে পরে
কিংবা শুধু উঠোন জুড়ে সিমেন্ট ,বালি ইমারত।
তবু সত্যিটা বলা হয় না
এখন উপন্যাস লেখার সময় কই ,এখন তো বাঁচা শুধু সেকেন্ডের।
স্বপ্ন দেখাটা হয়তো সময়ের কাছে রসিকতা
তাই স্বপ্ন গুঁড়িয়ে ,সত্যি তৈরী হয়।
চুপি চুপি হৃদয়ের দেওয়ালে আঁকা ছবি সে তো কবিতা
এখন মানুষের কবিতা বোঝার সময় কই।
তাই সময় ফুরোতে থাকে ,ভেঙে  পরে সেতু
সত্যিতো এখন মানুষের ভালোবাসার সময় কই।
.
কাল বিকেলের ৪ মিনিট ৪৪ সেকেন্ড ,আজ ৫৫
ফোনের কি প্যাডে ,আদরের স্পন্দন।
কিছু স্পন্দন নিজের ভিতর গুমরে মরে
হয়তো বা কখন ফুরিয়ে যায় ,স্পন্দন থেমে যায়।
ব্যস্ত জীবন ,তার থেকে দ্রুত আবিষ্কার
কেউ চায় হয়তো কেউ শুধু জীবিত তাই। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...