Thursday, October 10, 2019

দশমী

দশমী
......... ঋষি
============================================
এক ঠোঁট বন্য ধোঁয়া ছেড়ে ,নিকোটিন ঠোঁট
খুঁজে চলেছে তোমার ঠোঁট।
ছাইদানি ,জমতে থাকা অবিরত বুকের দেরাজে অসংখ্য কাশফুল
সময় বলছে আবিষ্কার আর মনের কোনে লুকোনো মুখ।
আকাশের রৌদ্র মেঘে তোমাকে খোঁজা
চেনা মুখ চঞ্চল ,ছলছল চোখ ,উড়ে যাওয়া উড়োজাহাজে।
.
কাব্য নয়
তোমাকে ডেকেছি আমি মনের খোঁজে দিনরাত্রি।
তুমি মুখ বুজে জলে ,ভিজে চুল ,নীল আকাশ
গলতে থাকা ঠোঁট ,তোমার বুকের কাঠামোটা
ভেসে ওঠা দশমীর জলে।
ঢেউ আসে,
ভেসে যায়, ভেসে যায়,আকাশের ভাঙা চাঁদ।
কথা বলে
বিসর্জন।
দিনযাপন
সময়  গলে গেল,  হাতের মুঠোয় তোমার বাম স্তন।

এক ঠোঁট বন্য অভ্যেস ,খুঁড়তে থাকা ঠোঁট
অবিরত তোমার খোঁজ।
এবার সমস্ত জল হয়ে গিয়ে মিশে যাবে ,সবুজ ঘাস
তোমার বুকে মাটি মাটি গন্ধ।
তোমাকে চিরদিন ডাকতে চাওয়া অসংখ্য বাঁচা
বদলানো অপেক্ষা ,দূরে বয়ে চলা সময়ের স্রোত।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...