Saturday, October 5, 2019

পাথর

পাথর
... ঋষি
==============================================
একসময় ইচ্ছে করতো ছিঁড়ে ফেলতে
সময়ের উপহাসে সম্পর্কের সুতোগুলো সব অগোছালো।
আজ মনে হয় হাঁপিয়ে ওঠা পথচলা
মেঘলা দিনে বলতে চায় ,আরো বৃষ্টি আসুক ,আগুন জ্বলুক
আমি যেন পাথর হয়ে যায়।

পাথর থেকে তৈরী এই সভ্যতা
আর তার মাঝে আমি কোন পৌরাণিক কোনো পাথুরে আত্মা ।
আর আত্মারা ভাবুক হয়
আত্মারা খুঁজে নেয় লুকোনো যন্ত্রনা ,লুকোনো রক্তক্ষরন,মানুষের মন।
সময় বদলাচ্ছে ,সময়ের ঢালে অজস্র মুখ
একসময় আমার দৈহিক উপত্যকা বেয়ে  স্ফ্যাগনাম মসের শারদ সখ্যতা,
মারাত্নক নেশা
উঁচুনিচু কারু কাজে  লাফিয়ে লাফিয়ে পেরিয়ে যেত
আদিম সভ্যতা , 
হিংস্রতা।
আজ কেন যেন বড় শান্ত হয়ে ইচ্ছে হয়
ইচ্ছে হয় পাথর হবার।

একসময় ইচ্ছে করতো নিজেকে ভীষণ ঘৃণা করতো
সময়ের অঙ্গীকার ভেঙে তৈরী করতে দুর্গ।
গোলাগুলির শব্দ ,মৃত সৈনিক ,রক্তের স্রোত ,ব্ল্যাক হোল
আজ শরতের রোদে শুধু পুড়তে ইচ্ছে হয় ,হয়তো পোড়াতে
হাঁপিয়ে ওঠা সেই আমি ,আজ পাথর হতে ইচ্ছে হয়।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...