Wednesday, October 23, 2019

সমাজ .Com


সমাজ .Com
............ ঋষি
======================================
আন্তর্জালে প্রকাশিত
প্রকাশক অবশ্যই খুব সাধারণ সমাজ ,
সমাজ .Com ।
উপছে পড়ছে দুধ ,ঘুম  ভাঙছে  কই সাধারণ মানুষ
সময় ঘুমোচ্ছে
বেড়ে চলেছে নিয়ন্ত্রণ অন্যমনস্কতায়।

সার্বিক সময়
স্কেলিটনে লেগে আছে মাথা না নিচু না করতে চাওয়া জেদ।
দাঁতে  দাঁত চেপে এক যুদ্ধ
সমাজ যেন সময়ের চাদরে বিছানা বদল।
চাদরের গায়ে গৃহস্থ্যের কাম লেগে
সময় জুড়ে অন্ধকারে হাতড়ানো শৈশবের বাঁচাটুকু।
ফিরে আসতে চাইছে সবাই
ফিরে আসতে চাইছে নিজের গভীরে বাঁচাটুকু।
ঘরের ভিতর ঘর বানিয়ে
ল্যাপটপ ,মুঠোফোনের স্কিনে সামাজিক ডোস
দোষ ,গুন সব মিথ্যে
সময়ের এন্টি  ডোস।

আন্তর্জালে প্রকাশিত
এই শহরের বুকে মানুষ শুধু বেঁচে থাকে গোপনে
সমাজ .Com ,সমাজের  নতুন দৃশ্য।
আসলে অদৃশ্যে থেকে সময়ের অগুনতি ক্ষুদার্থতা
যখন বাঁচতে শেখায়
এখানে মানুষ বড় অসহায় ,বড় লোভী বাঁচায়।

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...