Thursday, October 31, 2019

ফানুস



ফানুস
... ঋষি

এইভাবেই সকাল শুরু
সময়ের পাশে মানুষ  ,চার্জারের পাশে মোবাইল
আর তার পাশে আমরা।
এক একটা বীজগণিতের স্বভাব পেরিয়ে
সময় ধরার লোভ।

অদ্ভুত মানুষ ,আরো অদ্ভুত জীবন
সিরিঞ্জের ভিতর দিয়ে যেতে যেতে কখন যেন সময় মৃত্যু হয়ে ওঠে।
মানুষের কাছে সময় আছে ,বাঁচা নেই
আছে এই শহরের প্রচুর হৃদয়ের বাস ,অথচ এখানে হৃদয় নেই।
মুখোশের মিছিলে দাঁড়িয়ে মানুষ মুখোশ খুঁজে পায়
আর সেই ফেরিওয়ালা মুখোশ বিক্রেতা দিনের শেষে খালি হাতে বাড়ি ফেরে।
আকাশ জুড়ে শুধু ফানুসের ভিড়
সময় জুড়ে বিজ্ঞাপন ,
মানুষ হাসছে  বীজগণিতের স্বভাব নিয়ে অকারণে
অথচ মানুষ হাসতে ভুলে গেছে।

এইভাবে সকাল শুরু হয়
আমি সময় করে তোমাকে দুহাতে আঁকড়ে গিলে খাই।
আর আমাদের পাশে
জীবন বাড়তে থাকে ,বাড়তে থাকে যৌন কিছু আবেদন
অথচ আমরা ক্রীতদাস যৌনতার নয়
নিজেদের দুর্বলতায়। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...