Friday, October 4, 2019

বাল্মীকি

বাল্মীকি
.... ঋষি
=====================================
মাংসের গান ফিকে হয়ে আসছে
চোখে মুখে ভেসে উঠছে কোনো অচেনা  আলো,
সর্বত্র উৎসবের ভিড় ,তার মাঝে উৎসবের চোখেমুখে গর্জন তেল
বুক জ্বলছে ,জ্বলছে সভ্যতার প্রকোপ ,
যদি  আরেকটু কাছে থাকা যেত।

অসহায়তা,
যে শব্দ বাঁচিয়ে রাখছে আমাদের বেঁচে থাকা। 
আমাদের  ভৌগোলিক দূরত্বের  মাঝে একটা জঙ্গল আছে 
যেখানে মৃত্যুময় হেমলকে দাবানল হয়ে জ্বলছে।
জানি দু ফোঁটা মধু মিশিয়ে সময় লেখা যেতে পারতো
কিন্তু সময়ের  মগজে আজকাল একটা রোগ ধরা পড়ছে
তোমার কাছে যাওয়ার। 
এই কবিতা অন্য ভাবেও লেখা যেতে পারতো
হতেই পারতো মাংসের কবিতা
কিংবা তোমার গভীর তিলের ,
কিন্তু কাছে যেতে কখন যেন সময় নিজের কলমে লিখে দিয়েছে
এক অদ্ভুত ধাঁধা
যার শুরু আর শেষ সবটাই তোমাকে ঘিরে।

মাঝে মাঝে ভাবি এই কবিতাটা নিজের ভাষায় যদি লেখা যেত
যেমন নীল আলোয় জড়ানো কোনো স্বপ্নের ছবি।
সর্বত্র উৎসবের ভিড় ,আরো প্রকাশ্য উজ্বল ভাবনায়
 তার মাঝে  এক একটি দিন যেন সম্পূর্ণ মহাকাব্য
আর আমি রত্নাকর ক্রমশ বাল্মিকী লিখছি।  

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...