Wednesday, October 23, 2019

ভুল

ভুল
.... ঋষি
অনেকগুলো ভুল
ভুলগুলো বুকের সবুজ জঙ্গল পোড়ানো দাবানল।
সময়ের সাদাস্রাবে শরীরের অতিরিক্ত ক্ষরণ
চাওয়াপাওয়া সমস্ত সত্তায় নিজেকে খোঁজা
আয়নায় পাওয়া নিজের অচেনা মুখ।

আগুনের হলুদাভ চোখ রাঙানো সময়
পেখমি আলোয় ভরে আছে হৃদয়ের কুঠুরিতে স্বপ্নের রং ।
সময় বলে জলতরঙ্গ
আর্দ্র অভিমানে ডুবে থাকা কুয়াশার ঘুম না ভাঙা ।
 ভূগর্ভস্থ রাত্রি লুকিয়ে অচেনা  বাগানে
সেই বাগানে নাম না জানা নীল রঙের স্বপ্নের পাখি ।
আকাশ ছোঁয়ার লোভ
লোভ নিজেকে খুঁজে পাওয়া আকাশ নামক বিরল ভালোবাসায়।
 সুরের মতো শব্দরা মাতাল করছে আমায়
আমার মিশে থাকা বিকলাঙ্গ বুকে
আজ সারি দেওয়া মৃত কিছু শুকনো পোড়া কাঠ ।

 অনেকগুলো ভুল
মানুষের ভুল মানুষকে অন্ধ করে দেয় নিজের গভীরে।
আর যে ভুল মানুষের নয়
তা অন্ধকারে মৃত্যু ঘোষণা করে সময়ের বিরুদ্ধে
আর আমার এই কবিতা সেই মৃত্যুর স্যিগনেচার। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...