Thursday, October 31, 2019

পাগলামি (১১)

পাগলামি (১১)
... ঋষি

সারাদিন কিছু একটা তাড়িয়ে বেড়ায় ,আর আমি কুড়িয়ে
কতকিছু ,হাজারো মুহূর্ত
কত সাদা ,কালো মুখ ,কত সুখ ,দুঃখ সময়
যেন সমুদ্র।
তারপর সমুদ্র কুড়িয়ে বাড়ি ফেরা নিজের সম্বলগুলো সাজিয়ে রাখা
প্রিয় কবিতার ভাঁজে
বইয়ের তাকে ,
সময়ের সেলফিতে।

এই ভাবে সমুদ্র জমাতে জমাতে কখন যেন আমার বাড়িতে
এক জাদুঘর।
হাজারো মুহূর্তদের ভিড় ,পাথরের স্থাপত্য
পুরোনো গাছ
পুরোনো গান
রবিঠাকুর,শক্তি বাবু ,সুনীল বাবু আরো কত।

জানো অনেক মানুষ আসে  এখন আমার বাড়িতে
মুহূর্তদের দেখতে। 
বাড়ির ঘরগুলো এখন  পুরোনো নিশ্বাস ,পুরোনো মৃতদেহ দিয়ে ভর্তি
তুমি অবাক হবে শুনলে
অনেকে আমাকে দেখে আজকাল পাগল বলে।
কিন্তু একবার ভাব সত্যিকারে
জাদুঘরে সভ্যতা লুকিয়ে থাকে আর সময়ে মানুষের পাগলামি। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...