Wednesday, June 9, 2021

চুপচাপ

চুপচাপ
... ঋষি 
সময় কেমন চুপচাপ শুয়ে আছে বিষন্নতার পাশে 
চুপচাপ স্বপ্নগুলো একলা দাঁড়িয়ে আজ বহুদিন, 
কেমন একলা হয়ে গেছে কবিতার পাতাগুলো 
কেমন একলা দাঁড়িয়ে আমি অপেক্ষায় 
চুপচাপ
একটা শব্দহীন শহর সাক্ষী নীরবতার। 
.
তুমি আজকাল কেমন চুপচাপ হয়ে গেছো 
চুপ হয়ে আছে গড়ের মাঠ, একলা গীর্জায় দাঁড়ানো ইহুদী যীশু,
খেলার মাঠ, ঝাঁপ ফেলা অনিলদার চায়ের দোকান 
চুপ করে তোমার চিলে কোঠা,কাটানো বেলা 
চুপ করে অনিচ্ছাকৃত ভুল, তোমার পোশাক 
চুপ এখন সরে যাওয়া আলো, ছায়া শরীর, স্বপ্নের চোখ। 
.
দেখো চুপ করে আছে বাতাসের গান, পাখিদের তান 
একলা শহরে ধুলোময় ফাঁকা ফুটপাত 
একের পর মর্গের গাড়ি, লিফটেরর দড়ি, দেওয়াল ঘড়ি 
সব নিস্তব্ধ। 
তুমি কি জানো চলন্তিকা? 
নিস্তব্ধতা এক ঈশ্বর, যার ছায়ায় মানুষগুলো শান্তি খোঁজে
খোঁজে একটা একলা পৃথিবী যেখানে সব শুনশান। 
আর ভালো লাগছে না
একটা গ্রহ বিকল হতে হতে কখন যেন বিকলাঙ্গ হয়ে গেলো 
একটা শহর বন্ধ থাকতে থাকতে কখন যেন একলা হয়ে গেলো
মানুষগুলো সব দূরত্বমাফিক সব আলাডা গ্রহ 
চারিপাশ নিস্তব্ধ 
চুপচাপ।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...