Sunday, June 27, 2021

শুধুই করোনা

শুধুই করোনা 
.. ঋষি 
.
দরজার বাইরে দরজা খুলে বসে আছি
আমার ঘরে, বাইরে -ভিতরের ঘরে 
করোনা? 
করোনা, কে করোনা? 
আমি, তুমি, আমরা সকলে আজ দেশসুদ্ধু করোনা। 
.
পেটে ভাত নেই,
শিক্ষা ব্যবস্থা অসুস্থ হয়ে শুয়ে করোনার বালিশে
দরজার ভিতর মৃত মায়ের পচা, গলা শরীর
দরজার বাইরে ভীত,সন্ত্রস্ত থেমে যাওয়া শহর,
কর্মহীন হাজার বেকার ,ভীত সন্ত্রস্ত আমাদের চিৎকার
প্রতিক্রিয়াশীল রাজনিতীর কহর 
শুধুই করোনা,
 না আমরা দায়ী এক সাম্রাজ্যবাদী করোনার সাম্রাজ্যের। 
.
তবু থামছে কই মানুষের সন্ত্রাস, জম্মু, কাশ্মীর, তালিবান
অনন্ত মানুষের বুকে স্বার্থপর ষরযন্ত্র , 
মৃত সন্তানের মুখে এই সময়ের হেরে চলা সময়ের  চুমু, 
ভ্যাক্সিনের নামে প্রতারনা
অক্সিজের নামে বিজনেস 
মানুষের নামে মুনাফা 
শুধুই মুনাফা। 
.
মানুষ হাত পাততে পাততে ভুলে গেছে নিজের অস্তিত্ব 
মানুষ ভয় পেতে পেতে ভুলে গেছে মনুষত্বের মানে 
মানুষ একলা থেকে হারিয়ে ফেলেছে সম্পর্কের ভীত
মানুষ খিদের কারনে হারিয়ে ফেলেছে আগামীর পৃথিবী।
শুধু লোভ, শুধু ধ্বংস, শুধুই অহংকার 
শুধু রিপু,শুধু কথা, শুধুই আমি 
শুধুই মিথ্যা, শুধু স্বার্থ, শুধুই কাঁটাতার।
.
কে কারন ?  করোনা
আমি, তুমি, আমরা সকলে আজ দেশশুদ্ধু করোনা।







.

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...