Tuesday, June 22, 2021

টিকটিকি আর পর্যায়ক্রম

টিকটিকি আর পর্যায়ক্রম 
... ঋষি 
চন্দ্রবিন্দু চ এর মতো জীবন পর্যায়ে দাঁড়িয়ে
এক, দুই,তিন, চার
অন্ধকার, 
কাহাতক জীবন নিয়ে আঁকিবুঁকি 
বারংবার প্রশ্রয়, আশ্রয়ে লেগে থাকে দেওয়ালে টিকটিকি। 
.
সম্পর্ক  বলতে অগণতি হৃদয়ের  দেওয়ালের রক্তকোষ
পাটিগণিতের হিসেবে এক,দুই, তিন,চার, 
অন্ধকার,
আমি হিসেবে কাঁচা বরাবর 
নিয়ম করে বুকে উঠে আসে সম্পর্কের ট্রাকটর 
যাতে কোন ফসল ফলে না সময়ে
শুধু একটা টিকটিকি সারারাত জাগে অন্ধকার গায়ে। 
.
অদ্ভুত প্রহসন 
মানুষ মাত্র সকলেই আদম, ইভের সন্তান 
সকলেই সম্পর্কজাত 
আদম ইভ কি জানে সম্পর্ক একটা টিকটিকির নাম? 
যা সারারাত একলা অন্ধকার দেওয়ালে খাওয়ার খুঁজে বেড়ায়
খোঁজে বাঁচার রসদ, 
ঘুম আসে না 
বুকের গভীরে আদম, ইভকে প্রশ্ন করে
 সম্পর্ক বলে সত্যি কিছু ছিল কিনা?
দেওয়ালে টিকটিকি ডেকে ওঠে তিনবার, খুব সত্যি 
আর চারবারের বার
শুধুই অন্ধকার। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...