Tuesday, May 10, 2022

তারা কথা বলে

 


তারা কথা বলে 

... ঋষি 


তারা কথা বলে 

তারা রবীন্দ্রনাথ বলে ,নজরুল বলে ,সময় বলে 

মা ,মাসির গল্প বলে 

কিন্তু শহর বলে না ,মানুষ বলে না 

বলে না কবিতা। 

.

তারা কথা বলে 

তারা তোমার ঘরে হাঁড়ির খবর ,নাড়ির খবর 

সবকিছু রাখে ,

তারা আকাশের গায়ে থতুথুতু ছিটিয়ে ,থুতু মোছে 

কিন্তু কেন যে কবিতায় থাকে না ,মুগ্ধতায় থাকে না 

অসময়ের কবিতায় মানুষ লেখে না। 

.

তারা কথা বলে 

কথায় কথায় বুঝিয়ে দিতে চায় অজস্র টেলিফোনিক সৌজন্য 

তারা নিজের নারীকে পণ্য করে 

বন্য ভাবে তাকায় অন্যের কোনো সুন্দরী নারীর দিকে।

তাদের বুক পোড়ে ,তাদের মুখ পোড়ে 

তবুও কথা শোনে না মানসী   ,

প্রজন্ম মুছতে চেয়ে তারা সাহিত্যের দরবারে কবিজাত। 

তারা শুধুই কথা বলে 

তারা সাহিত্য প্রজন্মকে ভুল দিশায় চালনা করে 

নিজেকে প্রকাশ সর্বশ্রেষ্ঠ ,লেজ বিশিষ্ট কবির পর্যায়, 

কবিতা লিখতে ভুলে গিয়ে 

তারা লিখে ফেলে পুড়তে থাকা সময়ে গল্প ,

আমি গন্ধ পাই 

তবু কেন যেন তাদের বলতে ইচ্ছে হয় 

কবিজাত এবার কবিতা লেখো 

সময়ের মা পিসিমার গল্প না।  

.

বিদ্রঃ :নিতান্ত সত্যি ,কাউকে আঘাত করা উদ্দেশ্য নয়। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...