Wednesday, May 11, 2022

জাগরণ

জাগরণ 
... ঋষি 
.
কেন না সমস্ত পতনের শব্দ হয় না 
কেন না অন্ধকার সময়ের সিঁড়ি বেয়ে সভ্যতা গিয়ে দাঁড়ায় উলঙ্গতার পর্যায় 
কেন যে রত্না রশিদ মহাশয়া একজনই জন্মায়
কেন না নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর এই সময় জন্মায় না 
কেন না জনগন জাগে না?  
কেন না  কেউ প্রশ্ন করে না রাজা তোর কাপড় কোথায়? 
.
কেন যে এই সময় সত্যি জন্মায় না
কেন যে ব্রাত্যের সাহিত্য পরিষদে  নেপোয় মারে দই 
কেন যে সুবোধের মতো বালকেরা এখনো সুবোধ হয় না 
কেনও অনাদির ইস্তফাতেও জনগনের ঘুম ভাঙে না 
কেন যে  মানুষের শিরদাঁড়া জাগে না  
কেন যে মানুষের ভিতর আগুন একবার ঘুরে দাঁড়িয়ে কেউই  প্রশ্ন করে 
রাজা তোর কাপড় কোথায়? 
.
হাজারো প্রশ্নের উত্তর হয় ,হাজারো প্যাজল সলভ হয় 
কিন্তু কিছু প্রশ্নের উত্তর ঘুমিয়ে থাকে সময়ের যোনিতে ,
কেন যে কেউ বুঝতে চায় না 
                    সাহিত্য নিয়ে রাজনীতি হয় না 
                     তবে সাহিত্য দিয়ে রাজনীতি হয়। 
কেন 
             কেন 
                         কেন 
                                  কিসের ভয় ?
রাজা যদি নিজ হাতে তুলে নিতে পারে সাহিত্য সন্মান 
যদি হিং টিং ছট হয়ে যায় শ্রেষ্ঠ কবিতা 
               তবে লজ্জা কার ?
আপনার ,আমার না আমাদের বাঁচার লজ্জার 
আমরা কি তবে আগামীকে শেখাবো 
            রাজনীতি করো তুমি কবি হয়ে যাবে
তোমার গলায় ঝুলে যাবে সময়ের শ্রেষ্ঠ মেডেল। 
.
ওঠো জাগো 
জাগ্রত হও আমার রবি ,নজরুলের দেশ 
ঘুরে দাঁড়িয়ে  নিজের ভিতরের ঘুমন্ত আগুনকে প্রশ্ন করো 
আমরা কি সত্যি মরে গেছি 
আমরা শুধু কি মৃত সভ্যতার দেশের নাগরিক 
নাকি এখনো আমাদের বুকের পাটায় জীবিত বারুদ
তবে প্লিজ একবার ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করো 
রাজা তোর কাপড় কোথায় ? 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...